রতুয়া ২ নং ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে দুর্গাপুজো কমিটিগুলিকে সাথে নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান করা হলো সোমবার। রতুয়া ২ নং ব্লকের অন্তর্গত নৌগামা মোড় এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিজয়া সম্মিলনীটি অনুষ্ঠিত হয়।
এদিন দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে বিজয়ার শুভেচ্ছা জানালো তৃণমূল নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক আব্দুর রহিম বক্সী, বিধায়ক সমর মুখার্জি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, এছাড়াও ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক, ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা। রতুয়া ২ নং ব্লক এলাকার ৩১ টি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয়।